রোয়াংছড়ি প্রতিনিধি: চিংনু মং মারমা। বান্দরবান: আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালন করবে এই সীমান্তরক্ষী বাহিনী। সম্প্রতি রুমা বর্ডার গার্ড হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনের প্রস্তুতি বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন মেজর তিমিন রঞ্জন মহান্ত, এ.এম.সি। তিনি জানান, নির্বাচনকালীন সময়ে ভোটাররা যাতে কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে বিজিবি মাঠপর্যায়ে কঠোর নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম জোরদার করবে।
বিশেষ নিরাপত্তা ও নজরদারি সংবাদ সম্মেলনে আরও জানানো হয়: সীমান্ত নিরাপত্তা: নির্বাচনকে কেন্দ্র করে মাদক, অস্ত্র ও চোরাচালান রোধে সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বা বিশৃঙ্খলা রুখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রয়োজনে র্যাপিড অ্যাকশন টিম (RAT) ও কুইক রেসপন্স ফোর্স (QRF) তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত থাকবে। ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত সারাদেশের ন্যায় সীমান্তবর্তী ও দুর্গম এলাকা হিসেবে পরিচিত রোয়াংছড়ি ও রুমা উপজেলার প্রতিটি ঝুঁকিপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত বিজিবি সদস্য মোতায়েন থাকবে। সমন্বিত অভিযান বিজিবি জানিয়েছে, শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। সরকারের নির্দেশনা ও নির্বাচন কমিশনের নীতিমালা অনুসরণ করে জনগণের সহযোগিতায় একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।