দিদারুল হৃদয়ঃ গুইমারা প্রতিনিধি খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী জনাব ওয়াদুদ ভূঁইয়া’র ধানের শীষ প্রতীকের শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণাকালে সশস্ত্র সংগঠন ইউপিডিএফ লাঠিসোঁটা ও ভারী স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালিয়েছে। এ ঘটনায় খাগড়াছড়ি জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। গত ৩০ জানুয়ারি ২০২৬ ইং রোজ শুক্রবার আনুমানিক ৬:৩০মিনিট গুইমারা উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি চাইলাপ্রু মারমা–এর নেতৃত্বে হাফছড়ি ইউনিয়নের ওয়াকছড়ি গ্রামে একটি শান্তিপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ফেরার পথে ইউপিডিএফের একদল সশস্ত্র সদস্য লাঠিসোঁটা ও ভারী স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র নিয়ে পথরোধ করে হামলার চেষ্টা চালায়।
এ সময় সভাপতি চাইলাপ্রু মারমাকে শারীরিকভাবে আঘাত করা হয়, যা এলাকায় আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি করে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পৃথক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম প্রধান সমন্বয়ক মুফতি রবিউল ইসলাম শামীম, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সাধারণ সম্পাদক শেখ মোঃ ইব্রাহিম, জেলা সভাপতি মোঃ ইউসুফ আলী এবং জেলা সাধারণ সম্পাদক মংলাপ্রু মারমা। নেতৃবৃন্দ বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রমে সশস্ত্র হস্তক্ষেপ মানবাধিকার লঙ্ঘনের শামিল এবং এটি গণতন্ত্র, আইনের শাসন ও আন্তর্জাতিক মানবিক নীতির পরিপন্থী।
খাগড়াছড়ি জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের পক্ষ থেকে সংগঠনের সাংগঠনিক সম্পাদক নিপু বিকাশ ত্রিপুরা–এর স্বাক্ষরে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে—ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং পার্বত্য চট্টগ্রামে চলমান নির্বাচনী কার্যক্রম যাতে ভয়ভীতি ও সন্ত্রাসমুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য প্রশাসনকে সর্বোচ্চ সজাগ ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, মানবিকতা, ন্যায়বিচার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং পার্বত্য চট্টগ্রামে সকল সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর জন্য শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ আরও সুদৃঢ় হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী শহীদ জিয়া স্মৃতি সংসদ শান্তি, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় ভবিষ্যতেও অবিচল ও আপসহীন ভূমিকা পালন করবে।