1. [email protected] : Gk Russel : Gk Russel
  2. [email protected] : stnews :
ঈশ্বরদীতে সাংবাদিক মুশফিকুর রহমান এর উপর সন্ত্রাসী হামল - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পটিয়ায় এতিমখানার বাউন্ডারি ওয়াল ভাংচুর,থানায় অভিযোগ কলাপাড়ায় নিজ প্রতিষ্ঠান থেকে ব্যাবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় নিজ প্রতিষ্ঠান থেকে ব্যাবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত যুবদল নেতা শান্ত সরকারের মৃত্যু, এলাকাবাসীর বিক্ষোভ ফডুল্লা আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহ ৭ জন আটক চীনের বিশেষায়িত হাসপাতাল ও ৬ লেন রাস্তার দাবীতে কুয়াকাটায় মানববন্ধন রুপগঞ্জে তাঁতবাজার মার্কেট ব্যবসায়ী কল্যান সমিতির নবগঠিত কমিটি’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরার শিশু আছিয়ার ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে চার্জশিট গ্রহণ ওয়াসার পানিতে দুর্গন্ধ, বিশুদ্ধ পানি অভাব

ঈশ্বরদীতে সাংবাদিক মুশফিকুর রহমান এর উপর সন্ত্রাসী হামল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ৫৬ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে সাংবাদিক মুশফিকুর রহমান মিশনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার পূর্ব নুর মহল্লার বস্তি পাড়া রোডস্থ কোহিনুর বেকারীর সামনের পাকা রাস্তার উপর সাংবাদিক মো. মুশফিকুর রহমান মিশনের উপর এই সন্ত্রাসী হামলা চালানো হয় বলে জানা যায়। সাংবাদিক মো. মুশফিকুর রহমান মিশন জাতীয় দৈনিক বিজয় পত্রিকা ও সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ঘটনায় সাংবাদিক মো. মুশফিকুর মিশনের স্ত্রী বিথী বেগম বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী হলেন, মোঃ জুয়েল @ ফুল জুয়েল (৪০), পিতা-মোঃ ইয়াছিন, মোঃ নয়ন @ ভাংরী নয়ন (৩৮), পিতা-মৃত বোদা, মোঃ সোহেল (৩৯), পিতা -মৃত আমিরুল, মোঃ সেলিম (৩৭), পিতা-মৃত রহমান আলী, মোঃ সোহাগ (২৯ ), পিতা-মোঃ মঞ্জুর, মোঃ বনি (২৭), পিতা-মোঃ ওবায়দুর । পূর্ব টেংরী আমবাগান, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা গন সহ অজ্ঞাতনামা আরও ৫/৭ জনের নাম উল্লেখ করে ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার ( ৮ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে সাংবাদিক মিশন তার পেশাগত কাজ শেষ করে নিজ বাড়ির দিকে ফিরছিলেন। এমতাবস্থায় তিনি ঈশ্বরদী পৌর এলাকার ০৪নং ওয়ার্ড পূর্ব নুরমহল্লা সাকিনস্থ কোহিনুর বেকারীর সামনে পাকা রাস্তার উপর পৌছানো মাত্রই পূর্ব শত্রুতার জের ধরিয়া আসামীরা বে-আইনী জনতায় দলবদ্ধভাবে হাতে লাঠি-সোঁটা ও দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সাংবাদিক মিশনের পথ রোধ করে চারপাশ ঘিরে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে, তখন মিশন তাদের গালমন্দ করতে নিষেধ করলে ১নং আসামী জুয়েল হুকুম দিয়ে বলে শালাকে মার প্রানে মেরে ফেল, এই কথা বলা মাত্রই ১নং আসামী সহ অন্যান্য আসামীগন তাহাদের হাতে থাকা ধারালো হাসুয়া, রামদা, লোহার রড, জিআই পাইপ, লাঠি-সোঁটা ইত্যাদি দেশীয় অস্ত্র শস্ত্র দ্বারা সাংবাদিক মিশনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ী মারপিট শুরু করে এবং শরীরের বিভিন্ন অংশে ছিলা, ফোলা, কালশিরা, থ্যাতলানো ও রক্তাক্ত জখম করে। ১নং আসামী জুয়েল তার হাতে থাকা ধারালো হাসুয়া দ্বারা হত্যা করার উদ্দেশ্যে মাথায় কোপ মারলে মিশনের মাথা সরাইয়া নেয় এবং কোপটি বাম চোখ সহ ভুরুর উপর লেগে মারাত্বক ভাবে রক্তাক্ত ও গুরুতর জখম হয়। ২নং আসামী নয়ন তাহার হাতে থাকা ধারালো রামদা দ্বারা হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারলে উক্ত কোপ বাম হাত দ্বারা ঠেকালে বাম হাতের বাহুতে লেগে কাটা রক্তাক্ত গুরুতর জখম হয়। ৩নং আসামী সোহেল তাহার হাতে থাকা লোহার রড দ্বারা মাথায় আঘাত করলে ফোলা, কালশিরা জখম হয়। ৪নং আসামী সেলিম তাহার হাতে থাকা লোহার হাতুড়ী দ্বারা হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করিলে উক্ত আঘাত মাথার পিছনে লেগে ফোলা ও থ্যাতলানো জখম হয়। ৫নং আসামী সোহাগ তাহার হাতে থাকা জিআই পাইপ দ্বারা পাঁজরে আঘাত করে কালশিরা ও থ্যাতলানো জখম করে। ৬নং আসামী বনি তাহার হাতে থাকা লোহার রড দ্বারা পিঠে আঘাত করে কালশিরা ও থ্যাতলা জখম করে। পাকা রাস্তার উপর পরিয়া গেলে ২নং আসামী নয়ন গলার উপর পা দিয়ে চেপে ধরে রাখে এবং অন্যান্য আসামীগন বুক, তলপেট, পাঁজরে উপর্যুপরি লাথি কিল ঘষি মেরে জখম করে। ৫নং আসামী সোহাগ সাংবাদিক মিশনের প্যান্টের পিছন পকেটে ম্যানিব্যাগে থাকা নগদ ১৪,৩০০/-(চৌদ্দ হাজার তিনশত) টাকা অসৎ উদ্দেশ্যে বের করে নেয়। মিশন বাঁচাও বাঁচাও বলিয়া ডাক চিৎকার করিতে থাকিলে আশে পাশের লোকজন ঘটনাস্থলে অনেকে আগাইয়া আসে আসামীগন সাংবাদিক কে খুন জখম করার হুমকী ধামকী ও বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। তখন স্থানীয় লোকজনদের সহায়তায় দ্রুত রিক্সা যোগে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, আমি এ বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবো বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি