filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।“সঞ্চয় করি জীবন গড়ি” প্রতিপাদ্যকে সামনে নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০২৫ কুয়াকাটা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় এ উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষন শেষে কলাপাড়া অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়। শাহজালাল ইসলামি ব্যাংকের উপ-ব্যাবস্থাপনা পরিচালক ও সিআরও এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের প্রধান এম এম সাইফুল ইসলাম’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো.সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের পরিচালক মো.ইকবাল মহসিন, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জুয়েল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(চলতি দ্বায়িত্ব) মো.মনিরুজ্জামান খান, কলাপাড়া সোনালী ব্যাংক’র ব্যাবস্থাপক মো.মনিরুল ইসলাম ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মারিয়া ইসলাম তাহা প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলাধীন ২৯টি ব্যাংকের প্রতিনিধিবৃন্দ এবং ২৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষক এবং প্রতিটি প্রতিষ্ঠানের ৩জন করে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্কুল ব্যাংকিং সম্পর্কিত গম্ভীরা অনুষ্ঠিত হয়। এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে উপহার প্রদান করা হয়।
বক্তারা বলেন, বাংলাদেশের ৫৯টি ব্যাংক এই স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালিত করছেন।যার কেন্দ্রে রয়েছে বাংলাদেশ ব্যাংক। ২৯টি ব্যাংকের প্রতিনিধিত্ব’র মাধ্যমে আজকের এ অনুষ্ঠান পরিচালিত হচ্ছে যার লিড দ্বায়িত্বে আছেন শাহজালাল ইসলামি ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের মাধ্যমে জীবন ও জীবিকা বিষয়ে আর্থিক ভাবনা নামে বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।