সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতকে আমার দেশ আমার অধিকার সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ও তরুন ব্যবসায়ী এমদাদুর রহমান সামির জন্মদিন পালন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও তরুন ব্যবসায়ী এমদাদুর রহমান ছামি’র জন্মদিন ও আমার দেশ আমার অধিকার নামে সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে স্থানীয় গোবিন্দগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এতে অংশগ্রহন করেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন। এ বিষয়ে এমদাদুর রহমান ছামি জানান আমার দেশ আমার অধিকার দেশের সর্বস্তরের মানুষের জন্য কাজ করবে। শিক্ষা সহায়তা, আইনি সহায়তা, চিকিৎসা সহায়তা, ক্রীড়া সহায়তা দেওয়ার পাশাপাশি উপজেলার চোরাচালান ও অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে কাজ করবে। এসব কাজে দেশের সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহবান জানান এমদাদুর রহমান ছামি।