আসিফ জামান, প্রতিনিধি ঠাকুরগাঁও:ঠাকুরগাঁওয়ে বিএসএফের হাতে বাংলাদেশি আটক ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের পর ভারতের অভ্যন্তরে আলিমুল রেজা (৪৫) নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বিজিবির বেউরঝাড়ি ক্যাম্প পার হয়ে ভারতের অভ্যন্তরে ‘বড়বিল্লা’ নামক সীমানা থেকে তাকে আটক করে নিয়ে যায় বিএসএফ।
বিষয়টি নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশ ৫০ ব্যাটালিয়ন ঠাকুরগাঁওয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ। আটক ওই বাংলাদেশি ব্যক্তি খুলনা জেলার ডা. রহমানের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫০ ব্যাটালিয়ন ঠাকুরগাঁওয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ জানান, রাতে সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করলে ওই বাংলাদেশিকে আটক করে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। সেই বাংলাদেশিকে ফেরত আনার জন্য যোগাযোগ করা হচ্ছে।