বন্দর প্রতিনিধিঃ বন্দর চৌধুরীবাড়ী টু চিনারদী লাইনের অটো চালক ট্রাকের ধাক্কায় আসাদের নিহতের ঘটনায় তার রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারী) বাদ জোহর বন্দর ১নং খেয়াঘাট অবস্থিত অটো স্ট্যান্ডে জাকির হোসেন ও জাফরের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও মহানগর বিএনপির সাবেক সভাপতি, সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম এবং আবুল কাউছার আশার সুস্থতা কামনা সহ আরাফাত রহমান কোকো ও অটো চালক আসাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আবু সুফিয়ান আল কাদেরী। দোয়া ও মিলাদ মাহফিলের উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি কে রাসেল, বন্দর থানা সিএনজি স্ট্যান্ডের উপদেষ্টা সৈকত, সভাপতি পাপ্পু আহমেদ, সাধারণ সম্পাদক হুমায়ন কবির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুমন মুন্সি, বাবুল, জাহাঙ্গীর, বাবু, টিটু, দিদার, মোহাম্মদ আলী, আল আমিন, জুম্মান, সোহেল, মতিন, সাইদ, রাসেল, শাহিন প্রমুখ।