রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি:রাউজান প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক আমাদের সময় ও দৈনিক আজাদী (মাল্টিমিডিয়া) প্রতিনিধি মো.হাবিবুর রহমানের মা হোছনারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…. রাজেউন)। শনিবার সকাল ১০ টা ৪৫ মিনিটের সময় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তিনি রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নুর আহম্মদ মিস্ত্রি বাড়ির মো. মুছার স্ত্রী এবং চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আলী সুমনের মা।এছাড়া তিনি রাঙ্গুনিয়া উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমানের মেয়ে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্বামী, দুই ছেলে, তিন মেয়ে নাতি-নাতনী,আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে রাউজান প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।একইদিন রাউজান প্রেস ক্লাব কার্যালয়ে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত করেন প্রেস ক্লাবের সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন।