স্টাফ রিপোর্টারঃ- পটুয়াখালীর গলাচিপায় পৈত্রিক ওয়ারিশ সুত্রে পাওয়া সম্পত্তি থেকে বঞ্চিত করতে মিথ্যা মামলা দিয়ে ওয়ারিশ চাচাতো বোন ও তার স্বজনদের হয়রানি করার অভিযোগ উঠেছে ঐ ভুক্তভোগী ওয়ারিশ এর আপন চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।খোঁজ নিয়ে জানাযায়, উপজেলার ২ নং গোলখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বড় গাবুয়া গ্রামের বাসিন্দা মৃত্যু আলী হোসেন মুন্সী’র ছেলে জলিল হাওলাদারের বড় গাবুয়া মৌজার জে.এল নং-১১১, এস.এ খতিয়ান নং- ২৮০/১৭১, বি.এস খতিয়ান নং-২৪৬/২৪৭, দাগ নং- ৮৮৬/৮৮৭/৮৮২ দাগের জমিতে গত ৮ ডিসেম্বর ২০২৪ ইংরেজি তারিখ সোমবার সকাল ৭ টা থেকে দুপুর ১২ টার মধ্যে তারই চাচা মৃত্যু মোসলেম হাওলাদার এর মেয়ে আকলিমার স্বামী ১ নং ওয়ার্ড চর হরিদেবপুর গ্রামের স্থায়ী বাসিন্দা মৃত্যু শুনু মোল্লা’র ছেলে আলী আকবর মোল্লা (৫২), ছেলে ইমাম হোসেন (২২), চাচাতো ভাই বশির হাওলাদার (৪৫), চাচাতো বোন জামাই আলম ফকির (৫২), চাচাতো বোন জামাই জসিম শিকদার (৪৬) সহ আরও ৩/৪ জন অজ্ঞাত নামা লোক বেআইনি জীবননাশক অস্রশস্র নিয়ে প্রবেশ করে স্থানীয় মাপের ৩০ কড়া জমির ধান কাটিয়া নিয়া যায় এবং তার স্ত্রী হেলেনা বেগম (৪৫) কে উপরে উল্লেখিত সকলে টানা হেচড়া করে কাপড় চোপড় খুলিয়া শ্লীলতাহানি ঘটায় মর্মে ঘটনার দুইদিন পর ১০ জানুয়ারি ২০২৪ ইংরেজি তারিখ মোকাম গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩২৩/৩৪১/৩৭৯/৩৫৪/৫০৬(২)/১০৯ ধারায় একটি মিথ্যা সাজানো মামলা দায়ের করেন, যাহার মামলা নং সি.আর- ৮৪৭। বিজ্ঞ আদালত মামলাটি গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) কে তদন্ত করে প্রতিবেদনে দেওয়ার নির্দেশ দিয়েছেন। ঘটনার বিষয়ে মিথ্যা মামলায় অভিযুক্ত ১ নং আসামি আলী আকবর মোল্লা’র স্ত্রী ও বাদী জলিল হাওলাদারের চাচাতো বোন আকলিমা বেগম বলেন, এধরণের কোন ঘটনাই ঘটে নাই, আমার চাচাতো ভাই জলিল হাওলাদার আমাদের কে আমার পৈতৃক ওয়ারিশি সম্পত্তি থেকে বঞ্চিত করতেই আমার স্বামী, সন্তান এবং আত্মীয় স্বজনদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। এবিষয়ে বাদী জলিল হাওলাদারের মেয়ে, মোসাঃ নিপা আক্তার, বাদীর ছেলে সাব্বির, বাদীর চাচা, সোবহান খান, বাদীর চাচা আবুবকর সিদ্দিক আকন, বাদীর চাচাতো বোন আলেয়া বেগম, প্রতিবেশী আব্দুল হাই আকন ও মামলার সাক্ষী সোবহান হাওলাদার বলেন, এধরণের কোন ঘটনাই এই বাড়িতে ঘটে নাই, মিথ্যা এবং বানোয়াট একটি মামলা দিয়ে জলিল হাওলাদার এদেরকে হয়রানি করছেন, আমারা এ ঘনায় ন্যায় বিচার চাই। মিথ্যা মামলা দিয়ে ওয়ারিশদের কেন হয়রানি করছেন, এমন প্রশ্নের জবাবে বাদী জলিল হাওলাদার সাংবাদিকদের বলেন, এটা সত্য ঘটনা আমার কাছে সাক্ষী প্রমাণ আছে, আপনারা যা লেখার লেখেন।মামলার বিষয় গলাচিপা থানার ওসি আসাদুর রহমান বলেন, মামলার তদন্ত চলছে, সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।