কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাচভিক্তিক সংগঠন অদম্য-৯৭ ব্যাচের বন্ধুদের বাৎসরিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৩১ জানুয়ারি) সকাল ৮ টায় সংগঠনের কলাপাড়াস্থ অফিস থেকে যাত্রা শুরু করে কুয়াকাটা ঝাউবনে এ ব্যাৎসরিক বনভোজন অনুষ্ঠিত হয়। ২৮ বছর বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় অধিকাংশ বন্ধুদের অংশগ্রহণে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১বছর পরে বন্ধুদের কাছে পেয়ে অনেকেই আনন্দ উপভোগ করেন। সারাদিন আনন্দ উপভোগ করে রাতের খাবার নিয়ে অনেকে বাড়িতে চলে যান। অনেকে আবার পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটায় রাত্রি যাপন করেন।