নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়নগঞ্জের ফতুল্লার কাশীপুর মধ্য নরসিংপুরে পূর্ব শক্রতার জেরে ২ জন কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে ৷
গত বুধবার ২৭ নভেম্বর বাদ আছর কাশিপুর মধ্য নরসিংপুরে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে বাদী ফতুল্লা থানায় এসে মামলা করে।
মামলার বিবরনে জানা যায় মধ্য নরসিংপুর এলাকার আলাল মিয়ার স্কুল পড়ুয়া মেয়ে আলভী (১৫) কে প্রায় স্কুলে যাবার পথে বিরক্ত করতো একই এলাকার জাবেদ আলীর পুত্র সন্ত্রাসী বাউন্ডেলে টিকটকার রাজ্জাক ৷ কিছু দিন আগে উক্ত সন্ত্রাসী রাজ্জাক স্কুলে যাবার পথে অলভীকে তার ইচ্ছার বিরুদ্ধে অপহরন করে ৷ পরে দ্রুত অলভীর আত্মীয় স্বজন পুলিশের সহায়তায় অলভীকে উদ্ধার করে ৷ ফলে ঐ মেয়েটির পিতা আলাল হোসেন মেয়ের নিরাপওার কথা চিন্তা করে কয়েদিনের মাথায় মেয়েকে নিজ আত্মীয়র কাছে বিয়ে দেবার সিদ্ধান্ত নেন ৷ গতকাল ছিল অলভীর বিয়ের কথা পাকা হবার দিন ৷ দুপুরে ছেলে পক্ষ খাওয়া দাওয়া করার সময় বাড়ীর সামনে মোফাজ্জলের চায়ের দোকানের কাছে রাস্তায় সন্ত্রাসী রাজ্জাক , তার ভাই রাসেল , মেহেদি হাসান , জাবেদ আলী , শাহীন ও জয় সহ আরো বেশ কয়েক জন সন্ত্রাসী ধারালো চাপাতি , রাম দা , ছুড়ি নিয়া অর্তকিত ভাবে অলভীর মামা আলাল মিয়ার শ্যালক ফরহাদ ও অলভীর চাচা শরীফে সহ তাদের লোকদের উপড় প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী হামলা করে ৷ ফলে রাজ্জাকের নেতৃত্বে এই হামলায় গুরুতর রক্তাত্ব জখম হয় তারা ৷ শরীফ ও ফরহাদ এর মাথা ও হাতে কোপ লাগে ৷ রক্তাত্ব অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত হাসপতালে প্রেরন করে ৷ আহতদের মধ্যে ফরহাদের অবস্থা আশংন্কা জনক ৷ এ বিষয়ে গতকাল রাতেই ফতুল্লা মডেল থানায় মেয়েটির পিতা আলাল হোসেন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেক্ষ সহ আরো ৮/৯ জনকে অজ্ঞাত আসামী করে মামলা করেছেন ৷ পুলিশ রাতে ঘটনা স্থল পরির্দশন করেছে তবে আসামীরা পালিয়ে থাকায় গ্রেফতার করতে পারেনি ৷ তবে মামলার তদন্তকারী কর্ম কর্তা এস আই হামিদ জানিয়েছেন অভিযোগ গুরুতর আমরা অবশ্যই সকল আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো ৷ অপর দিকে এলাকা বাসী বলছে এলাকার নারীদের সম্মান রক্ষায় অবশ্যাই রাজ্জাক সহ জড়িত সকলের সকলের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে ৷ যাতে আর কেউ আর এমন অপরাধ না করতে পারে ৷