আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ- ‘দশে মিলে করি কাজ, হারিজিতি অভয় আজ’ এ স্লোগানকে সামনে রেখে বরগুনার আমতলীতে গুলিশাখালী ইউনিয়নের আমতলী পৌরশহরে বসবাসরত সকল নাগরিকদের নিয়ে “গুলিশাখালি নাগরিক ফোরাম” নামে এক সংগঠনের আত্মপ্রকাশ পেয়েছে।
এ সংগঠনের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা হিসেবে মোঃ শাহ আলম, মো. মাহবুব আলম রিপন ও শাহ মুহাম্মদ সুমন রশিদের উদ্দ্যোগে আজ সকাল ১০ টায় আমতলী একে স্কুল সংলগ্ন হলরুমে এক আলোচনা সভা শেষে আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।
এ সভায় সভাপতিত্ব করেন মো:দেলোয়ার হোসেন খানঁ। এতে মো.নাসির উদ্দিন (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক) আহবায়ক ও নাসির মাহমুদকে (শিক্ষক) সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। এতে যুগ্ন আহবায়ক মোঃ রিপন গাজী,
মোঃ দেলোয়ার হোসেন খানঁ, মোঃ মোশারেফ হোসেন মোল্লা, মো.শাহজাহান কবির, মোঃ শাহ আলম, মোঃ জহিরুল ইসলাম খান, মো:নজরুল ইসলাম মন্টু, সদস্য এস এম সুমন রশিদ, মো: মাহবুব আলম রিপন, মো: ওহিদুল ইসলাম ওহিদ মল্লিক, মো: কামরুজ্জামান কামাল। এ সভায় উপস্থিত ছিলেন মোঃ জব্বার ঘরামী, মো: মফিজ উদ্দিন ফকির, মো: ফারুক হাওলাদার, মো: জসিম উদ্দিন, মো: মিরাজ হোসেন, মো:আলাউদ্দিন, মো: আবু জাফর মাস্টার।
এতে বক্তারা এ সংগঠনের সকল সদস্যের ধন্যবাদ জানিয়ে নীতিগত দিক তুলে ধরেন, ভবিষ্যতে কোন দিনই যেন হলুদ সংগঠনে পরিনত না হয় এ নীতিগত কথা উল্লেখ করে সভা সমাপ্তি করেন।