মোহাম্মদ আবুল হাশেম বান্দরবান প্রতিনিধি: লামায় ২৫ রাবার শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে। রবিবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুং ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় জানান, গত রাতে ইউনিয়নের মুরুং ঝিরির রাবার বাগান এলাকায় থেকে ২৫ জন শ্রমিককে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে একদল সন্ত্রাসী। অপহৃতরা হলেন, মো: ফারুক, মো: আইয়ুব, মো: সিদ্দিক, মো: আব্দুল খালেক, মনিরুল ইসলাম, জিয়াউর রহমান, মো: মোবারক, মো: হারুন, রমিজ উদ্দিন, সৈয়দ নুর, মো: কায়ছার, মো: মনির হেসেন, মো: ইমরান, মঞ্জর, আফছার আলী, মো: খাইরুল আমিন, মো: আবু বক্কর, মো: আব্দুর রাজ্জাক, মবিন সহ আরো অজ্ঞাত ৫ জন। অপহৃতরা সবাই মো: ফোরকান, নুর উদ্দিন, আহসান উল্লাহ, মো: হুমায়ুন, মো: আজিজুল হক ও আবুল কালামের রাবার বাগানে কাজ করতেন। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর ৩ টার দিকে ২৫ শ্রমিককে অপহরণের কথা শুনেছি। অপহৃতদের পুলিশ, সেনা বাহিনী ও বিজিবির উদ্ধার অভিযান চলমান রয়েছে।