1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মনসুর আলী মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল - শিক্ষা তথ্য
বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন

মনসুর আলী মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২১৫ Time View

উজ্জ্বল অধিকারী:- সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্নরা তাদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল করেছেন। বুধবার  (১৯ ফেব্রুয়ারি) সকালে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের একাডেমিক ভবনের সামনে হাসপাতালের চিকিৎসক, সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও সহকারী পরিচালককে একটি স্মারকলিপি প্রদান করেন। তাদের দাবি এমবিবিএস ও বিডিএস ব্যতীত অন্য কেউ ডাক্তার হিসেবে কাজ করতে পারবে না এবং চিকিৎসা ব্যবস্থায় সংস্কারের দরকার। এমবিবিএস অথবা বিডিএস ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না। বিএমডিসির সংশ্লিষ্ট আইনের বিরুদ্ধে করা রিট বাতিল করতে হবে। উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে।আলাদাভাবে চিকিৎসক সংকটে দ্রুত ১০ হাজার ডাক্তার নিয়োগ দিতে হবে। স্বাস্থ্য কমিশন গঠন করে পূর্বের মতো সপ্তম গ্রেডে নিয়োগ দিতে হবে। ডাক্তারদের বিসিএসের বয়সসীমা ৩৪ করতে হবে। সকল মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনী স্কুল (ম্যাটস) ও মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ সমূহ বন্ধ করতে হবে। চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। উক্ত বিক্ষোভ মিছিলে ডাক্তারদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ১ম বর্ষের শিক্ষার্থী ডা: মো: আবদুল্লাহ আল লিখন, ৫ম বর্ষের শিক্ষার্থী ডা: ইফাজ আল শাওন, শিক্ষার্থীদের ভিতর থেকে বক্তব্য রাখেন ৭ম বর্ষের শিক্ষার্থী আল আরাফাত, ৮ম বর্ষের শিক্ষার্থী মো: মাসুম, মো: জাহিল, ৯ম বর্ষের শিক্ষার্থী মো: কাওছার প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি