স্টাফ রিপোর্টারঃ- নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁয়ের বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিতে চরম ভোগান্তিতে রোগীরা। ঔষধ কোম্পানির প্রচারকারীদের সিরিয়াল লম্বা থাকায় রোগীদের চিকিৎসা গ্রহণে ভোগান্তি হচ্ছে প্রতিনিয়ত। ঔষধ কোম্পানির প্রচারকারীদের যন্ত্রণায় চিকিৎসা না নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। গত মঙ্গলবার সোনারগাঁয়ের সোনাখালি এলাকায় অবস্থিত ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক (এনএইচএন) হাসপাতালে সরেজমিনে দেখা যায়, ঔষধ কোম্পানির প্রচারকারীদের সিরিয়াল। অন্য দিকে গত বৃহস্পতিবার দিন শেরে বাংলা নগর ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায় ঔষধ কোম্পানির প্রচারকারীদের সিরিয়ালের একই যন্ত্রনা। তাছাড়া শুক্রবার সকাল ১০:৩৫ মিনিটে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় স্থাপিত দি বারাকাহ হাসপাতালের চিত্র সবচেয়ে বেশি ভয়ংকর। রোগীরা সিরিয়াল দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকার পরও ঔষধ কোম্পানির প্রচারকারীরা সিরিয়াল ছাড়াই ডাক্তারদের চেম্বারে অনবরত প্রবেশ করছেন, আর রোগীরা অসহায়ের মতো সময় গুনছেন। নাম প্রকাশে অনইচ্ছুক এক রোগীর অভিযোগ, প্রচারকারীদের যন্ত্রণায় আমরা সঠিক চিকিৎসা পাইনা, ডাক্তাররা চিকিৎসা দিতে প্রয়োজনীয় সময় রোগীদের দিচ্ছে না। এ ঘটনায় দি বারাকাহ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করার পর তিনি বলেন, আসলে এভাবে প্রচার করার কোন নিয়ম নেই, বিষয় টা আমি দেখতেছি। এ বিষয়ে ডাক্তারদের চেম্বার থেকে রোগী বের হওয়ার পর হুমরি খেয়ে পরে ঔষধ কোম্পানির প্রচারকারীরা। সাথে সাথে রোগীর হাতে থাকা প্রেসক্রিপশনের ছবি তুলে নেন কাকের মত দাড়িয়ে থাকা ঔষধ কোম্পানির প্রচারকারীরা। কেন ছবি তুললেন জানতে চাইলে এক প্রচারকারী বলেন, এটা আমাদের কোম্পানি তে পাঠাতে হয়, ডাক্তার আমাদের কোম্পানির ঔষধ লিখেছেন কি না সেটা জানার জন্য। এ ব্যপারে ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক (এনএইচএন) এর ডেপুটি চিফ মেডিকেল অফিসার এন্ড হসপিটাল ইনচার্জ এ টি এম নাজমুল আক্তার বলেন, ঔষধ কোম্পানিদের প্রচারের জন্য সাপ্তাহ ২ দিন সময় দেওয়া হয়েছে ১ ঘন্টা করে, যাতে রোগীদের কোন সমস্যা না হয়। ঔষধ কোম্পানি কতৃক সুবিধা অথবা গিফট গ্রহনের বিষয়ে জানতে চাইলে, নাজমুল আক্তার বলেন, এসব কোন কিছু হয় না। এক সচেতন ব্যাক্তির আক্ষেপ, সব শেষে প্রশ্ন থেকেই যায়, রোগীকে চিকিৎসা দিলে চিকিৎসক অর্থ পায় আর ঔষধ কোম্পানির প্রচারকারীদের সময় দিলে চিকিৎসক কি পায়? তাছাড়া হাসপাতাল কতৃপক্ষের ইবাকি লাভ? অন্যদিকে গতকাল বেশ কয়েকটি গণমাধ্যমে প্রচারিত ঔষধ কোম্পানির নির্দিষ্ট ঔষধ প্রেসক্রিপশনে না লেখায় এক নারী চিকিৎসকের উপর হামলা করা হয়। তদরুপ একই ঘটনা ঘটার আশংকা উক্ত অভিযুক্ত হাসপাতালগুলোতে। এ ধরনের ন্যাক্কার জনক ঘটনা ঘটার পূর্বেই ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের আশা অতিদ্রুত সংশ্লিষ্ট কতৃপক্ষ ব্যবস্থা নিবেন।