তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সারাদেশে সন্ত্রাসী নির্মূলের লক্ষ্যে একযুগে বিশেষ অপারেশন “ডেভিল হান্ট”পরিচালনা করছেন যৌথবাহিনীর সমন্বয়ে। তারি ধারাবাহিকতায় ময়মনসিংহে ফুলপুরেও চলছে প্রতিদিন এ অভিযান। ফুলপুর থানা পুলিশ কর্তৃক ২২শে ফেব্রুয়ারি শনিবার রাত ৮টায় অভিযান পরিচালনা করে রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা বাজার থেকে পল্লী চিকিৎসক শহীদুল ইসলাম শহীদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শহিদুল ইসলাম শহীদ রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা গ্রামের মৃত আব্দুল গণি সরকার ছেলে। সে অত্র ইউনিয়ন যুবলীগের সভাপতি। জানা গেছে, শহিদুল ইসলাম শহীদ রাজনীতির দাপট দেখিয়ে চাঁদাবাজি, টাকার বিনিময়ে দরবার, ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামরা সহ বিভিন্ন অপরাধজনিত কার্যকলাপে জড়িত ছিলেন। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে পারতলা বাজারে নিজ ফার্মেসি থেকে গ্রেফতার করে পুলিশ। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল হাদি সংবাদকর্মী তপু রায়হান রাব্বিকে জানান, গ্রেফতারকৃত শহীদুল ইসলাম শহীদ রাজনৈতিক দাপটে বিভিন্ন অপরাধ করে আসছিলেন। পরে তাকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে ২৩শে ফেব্রুয়ারি রবিবার আদালতে পাঠানো হয়।