নিজস্ব সংবাদদাতা: একুশ এর বই মেলার শুভ উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকালে নগরীর প্রাণকেন্দ্র চাষাঢ়াস্থ শহীদ জিয়া হল প্রাঙ্গণে এ বই মেলার শুভ উদ্বোধন করা হয়। পরে তিনি সহ উপস্থিত অতিথিরা প্রতিটি স্টল পরিদর্শন করেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বলেন- বাংলাদেশ জন্মের ইতিহাস জানতে হলে, জ্ঞানের পরিধি বৃদ্ধিতে বইয়ের বিকল্প নেই। নবীজি বলেছিলেন, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করো। এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সাবেক আমির মাওলানা মোঃ মাঈনু উদ্দিন আহম্মেদ, ডাঃ আলী আশরাফ, মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ুন কবির, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপি’র সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ. এম. আনোয়ার প্রধান, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক তরিকুল ইসলাম সুজন, ছাত্র ফেডারেশনের নেত্রী ফারহানা মানিক মুনা সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।