সুনামগঞ্জ প্রতিনিধিঃ- ধর্ম যার যার, রাষ্ট্র সবার এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় অনুষ্ঠিত হলো শ্রী শ্রী লোকনাথের পাদুকা উৎসব উপলক্ষে পূজা অর্চনা, রাজভোগ, মহাপ্রসাদ বিতরন, ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। মঙ্গলবার বিকেলে শাল্লা শ্রী শ্রী লোকনাথ মন্দির কমিটির সকল সদস্য ও ভক্তবৃন্দের আয়োজনে শহরের বাজারকান্দি লোকনাথ মন্দির প্রাঙ্গনে পূজা অর্চনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শাল্লা উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ও বাজারকান্দি শ্রী শ্রী লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু সাগর সরকারের সভাপতিত্বে ও বাবু রাধাকান্ত তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাবু অশোক তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আটগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার বাবু কালী চরণ সরকার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অশোক তালুকদার বলেন, সংবিধানে উল্লেখ আছে এই স্বাধীন বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান ও উপজাতীয়সহ সকল ধর্মের মানুষেরা স্বাধীনভাবে স্ব স্ব অবস্থানে থেকে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারবেন। তিনি বলেন, শ্রী শ্রী লোকনাথ বাবা ছিলেন অহিংসা পরমর্ধমে বিশ্বাসী। তিনি সকল ধর্মের মানুষের মাঝে কোন ভেদাভেদ সৃষ্টি করেননি। স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের রুপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দলযতবারই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এই দেশে সকল ধর্মের মানুষ নিরাপদ ছিল। তিনি আরো বলেন আগামীদিনের এই নতুন বাংলাদেশটি বির্নিমাণে সকল ধর্মের মানুষেরা আমরা একে অপরের ভাই বন্ধু হিসেবে মিলেমিলে ধর্মকর্ম পালনের পাশাপাশি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান। পরে তিনি অতিথিবৃন্দদের নিয়ে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।