মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ-দেশের নামকরা বিভিন্ন ক্লাব থেকে আসা এবং বিদেশী (নাইজিরিয়ান) খেলোয়াড়ের অংশগ্রহনে পটুয়াখালীর কলাপড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১ম বিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বর্নাঢ্য আয়োজনে সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। টানা ৯০ মিনিটের খেলায় ইটবাড়িয়া একাদশ এবং স্বেচ্ছাসেবক দল একাদশের মধ্যে অমিমাংসিত হলে ট্রাইবেইকারের মাধ্যমে ফলাফল নির্ধারন করা হয়। পরে ট্রাইবেকারে ৪-২ গোলে স্বেচ্ছাসেবক দল একাদশ বিজয়ী হয়।দেশের জনপ্রিয় এ খেলা দেখতে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে ভীড় করে হাজার হাজার ক্রীড়া মোদী দর্শকরা। শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রশিক্ষন বিষয় সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। এসময় উপজেলা বিএনপির সভাপতি ও টূর্ণামেন্ট কমিটির আহবায়ক হাজী হুমায়ুন সিকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও টূর্ণামেন্ট কমিটির সদস্য সচিব মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন, সেলিম সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.ইমরান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার ও তারেক আমান সুমনসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন পটুয়াখালী থেকে আসা পরিচালক তানভীর আহমেদ। চতুর্থ রেফারির দ্বায়িত্বে ছিলেন, বাফুফের সনদপ্রাপ্ত রেফারি জামাল আকন। ধারাবর্ণনায় ছিলেন, বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, ইভান মাতুব্বর এবং অংনয়। খেলা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন অতিথিরা।বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রশিক্ষন বিষয় সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খেলাধুলার জন্য অনেক কাজ করে গেছেন। তরুন প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত রাখতে হবে। সেই সাথে মাদক থেকে দূরে রাখতে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে হবে বলে জানিয়েছেন তিনি।