1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা ওসমান গনি গ্রেপ্তার - শিক্ষা তথ্য
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পটুয়াখালী-৩ আসনে প্রচারণার সময়সূচি নিয়ে উত্তেজনা: নুর-মামুনকে রিটার্নিং অফিসারের চিঠি পটিয়ার উওর সমুরা গাউসিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন ওয়াদুদ ভূইয়াকে বিজয়ী করতে গুইমারায় সিএনজি ও মোটরসাইকেল চালক মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গুইমারায় ধানের শীষের নির্বাচনী প্রচারণায় সশস্ত্র হামলার চেষ্টা, শহীদ জিয়া স্মৃতি সংসদের তীব্র নিন্দা কলাপাড়ায় ফ্যানের সঙ্গে ঝুলছিল তরুণের লাশ বাস–মোটরসাইকেল সংঘর্ষে ছেলের মৃত্যুর এক সপ্তাহের মাথায় বাবারও মৃত্যু নারায়ণগঞ্জ বন্দরে ২২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহীন ভূঁইয়ার নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ আগামী সোমবার রোয়াংছড়িতে আসছেন জাবেদ রেজা: নির্বাচনী প্রচারণায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিজিবির সর্বোচ্চ প্রস্তুতি: রুমা ও রোয়াংছড়িতে কঠোর নজরদারি

বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা ওসমান গনি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৮৭ Time View

নিজস্ব প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় আওয়ামীলীগ নেতা ওসমান গনিকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

বুধবার (৫ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারী’র কাছে হস্তান্তর করা হয় আসামী ওসমান গনিকে। তিনি গ্রেফতারের বিষয়টি এই প্রতিবেদকের কাছে নিশ্চিত করেন।

মামলার এজহারসূত্রে জানা যায়, ২০জুলাই ২০২৪ আনুমানিক বিকাল ৫টায় সোনারগাঁ থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর সেনপাড়া সিনহা গার্মেন্টস এর সামনে পাকা রাস্তায় ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলন চলছিলো। সেই আন্দোলনে ভুক্তভোগী রুহুল আমীন যোগ দেন। আন্দোলন চলাকালে আওয়ামীলীগ নেতা ওসমান গনির নেতৃত্বে একদল নিরীহ ছাত্র জনতার উপর লাঠি চার্জ ও এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে মিছিলে থাকা ভিকটিম রুহুল আমিন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। গুরুতর আহত রুহুল অমিনকে পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আসামী করে সোনারগাঁ থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন বাদী রুহুল আমীন। যার মামলা নং ১০। এ মামলায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় মৃত আব্দুল আলীর ছেলে ওসমান গনি ১৫৯ নাম্বার এজহার ভুক্ত আসামী।

সানারপাড় এলাকার বাসিন্দা শাহজাহান বাচ্চু জানান, ওসমান গনি এলাকায় একজন ভুমিদস্যু হিসেবে পরিচিত। জাল দলিল করে মানুষের জমিজমা দখল করে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। এছাড়া নিরীহ লোকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদলের সাথে থেকে এলাকায় জমিদখলসহ নানা অপরাধ কর্মকন্ডে জড়িত ছিলেন।

এ বিষয়ে মামলার বাদি রুহুল আমিন জানান, আমি কাঁচপুর সিনহা গার্মেন্টস এলাকা থেকে আসার সময় ওসমান গনি’র নেতৃত্বে সন্ত্রাসীরা স্বশস্ত্র অবস্থায় আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। এসময় ওদের ছোড়া গুলি আমার পায়ে লাগে। আজও আমি এই পা নিয়ে বিছানায় কাতরাচ্ছি। আমি ওসমান গণির সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ সানারপাড় এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় আসামী ওসমান গনিকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি