মুক্তার হাসান,এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীর কোল ঘেষে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সহযোতিগামূলক গবেষণা বিষয়ক কর্মশালা মঙ্গলবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.হোসেন রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ সদস্য সচিব প্রফেসর ড. রুবাইয়াত ফারজানা হোসেন,
উক্ত কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. নুরু উন নবী, মাননীয় ট্রেজারার, খুলনা বিশ্ববিদ্যালয় এবং প্রফেসর ড. মো. ইফতেখার শামস, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়। কর্মশালায় উদ্ভোধনী বক্তব্য রাখেন প্রফেসর ড. মোস্তফা মাহমুদ হাসান, পরিচালক, আইকিউএসি, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়। অধিবেশনের শুরুতেই নিউজলেটার ২০২৩-২৪ উদ্বোধন করেন বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য সচিব।
এই কর্মশালায় খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯০ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।
কর্মশালার লক্ষ্য হলঃ সহযোগিতামূলক গবেষণার নীতি ও পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের বোঝার উন্নতি করা, আন্ত-শৃঙ্খলা এবং আন্ত প্রাতিষ্ঠানিক গবেষণা অংশীদারিত্বের প্রচার করা এবং গবেষকদের কার্যকরী সহযোগিতা এবং নিরাপদ গবেষণা তহবিল বিকাশের কৌশলগুলির সাথে সজ্জিত করা। এসময় উপস্থিত ছিলেন প্রফেসর আহসানুল্লাহ হাবীব, মাননীয়, ট্রেজারার, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. নাজমুল আহসান মল্লিক, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়, প্রফেসর আবু তোরাব মোঃ হাসান, মোঃ মিজানুর রহমান প্রমুখ।