পটিয়া অফিস: চট্রগ্রামের পটিয়ায় একটি চলাচল রাস্তা থেকে কংক্রিট সরাতে বলায় খোরশেদ আলম নামে এক ব্যাক্তিকে মারধর ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে উপজেলার জঙ্গল খাইন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাইখাইন গ্রাম। এ সংক্রান্তে রহিম উল্লাহ কে বিবাদী করে পটিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন মোঃ খোরশেদ। পটিয়া থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নাইখাইন গ্রামের মো: মুছার পুত্র খোরশেদ আলমের সাথে দীর্ঘদিন যাবৎ ফোরক আহমদ এর পুত্র রহিম উল্লাহর বিরোধ চলছে। এর জের ধরে গত ৮ মার্চ বিকাল ৫ টার দিকে খোরশেদ আলম মসজিদে যাওয়ার সময় রাস্তার উপর এলোমেলো অবস্থায় রহিম উল্লাহ কর্তৃক কংকর ছড়িয়ে রাখার বিষয়টি তার নজরে এনে রাস্তা পরিস্কার রাখার জন্য বলেন।এতে ক্ষিপ্ত হয়ে রহিম উল্লাহ ৫টা ২০ মিনিটের দিকে কবর জেয়ারত করার সময় হটাৎ গালমন্দ করতে শুরু করে। এতে তিনি এর কারণ জানতে চাইলে রহিম উল্লাহ তাকে এললোপাতাড়ী মারধর করে তার শরীরের বিভিন্ন স্থানে নিলা ফুলা জখম করে। এমনকি এ নিয়ে মামলা মোকদ্দমা করলে তিনি সহ তার পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে বলে হুমকি প্রদর্শন করেন বলে তিনি পটিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। তিনি আরো জানান,বর্তমানে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। এ বিষয়টি পটিয়া থানার উপ- পরিদর্শক জাফর আহম্মেদ তদন্ত করছেন বলে জানা গেছে ।