তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহে ফুলপুরে ১০ই মার্চ সোমবার ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার সহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। নিহতরা হলেন, সিএনজির ড্রাইভার আশিক মিয়া (২০) নকলা থানার গৌরদ্বার সাতুগাঁও গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। যাত্রী হাসাদ হোসেন (১৮) ফুলপুর থানার হাটপাগলা গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে এবং আবুল কাশেম (৫০) রায়পুরা থানার পলাশতলী গ্রামের নব্বে আলীর ছেলে। আহত যাত্রীরা হলেন, মোছাঃ লাভলী খান(৪৫) ফুলপুর থানার হাটপাগলা গ্রামের জুনায়েদের স্ত্রী, একই গ্রামের ইসাহাক (৪৫), পিতা-অজ্ঞাত এবং রাসেল মিয়ার ছেলে স্বপন (১৭)। জানা গেছে, শেরপুর টু ময়মনসিংহ আঞ্চলিক মহাড়সড়কের ফুলপুর থানাধীন ভাইটকান্দি ইউনিয়নের মারাদেওরা চৌরাবাড়ী নামক স্থানে সোমবার সকাল ৯টায় শেরপুরগামী অজ্ঞাত ট্রাক এবং ফুলপুরগামী সিএনজি মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ড্রাইভার সহ ৩ জন নিহত হয়। গুরুতর আহত আরো ৩ জন। আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি সংবাদকর্মী তপু রায়হান রাব্বি কে জানান, মর্মান্তিক উক্ত সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই। এসআই(নিঃ) মোঃ জহুরুল ইসলাম নিহত ৩ জনের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।