তালতলী বরগুনা প্রতিনিধি:বরগুনার তালতলীতে চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসী ও ভূমিদস্যু ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার প্যাদা আনোয়ার প্যাদা,গংদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার বেতিপাড়া গ্রামের সর্বস্তরের মানুষ। সোমবার( ১১ ই মার্চ) বিকাল ৩ টায় ছোটবগী ইউনিয়নের বেতিপাড়া গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হারুন প্যাদা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভুক্তভোগী কৃষক দিবাশ চন্দ্র কাপালী,অমূল্য সরকার,তুলশী রানী, আয়শা বেগম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, দেলোয়ার প্যাদা আনোয়ার প্যাদা,গং এলাকায় বিগত সরকারের সময় বিভিন্ন ধরনের অপরাধ করছে। তাদের কাছে জিম্মি ছিল এলাকার মানুষ। এতদিন ওদের ভয়ে মানুষ কথা বলতে না পারলেও স্বৈরাচার হাসিনা সরকারের পতন হওয়ার পর জনগণ স্বেচ্ছার হয়েছে।
গত ৭ মার্চ অমূল্য সরকার নিজ জমি বিক্রি করার জন্য ক্রেতা দের জমিতে নিয়ে দেখান। এ সময় বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমানের লোকজন নিয়ে ছোটবগী ইউনিয়নের চিহ্নিত ভুমি দস্যু, কুখ্যাত চাঁদাবাজ, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বৈরাচার হাসিনা সরকারের দোসর, দেলোয়ার প্যাদা, আনোয়ার প্যাদা, মোয়াজ্জেম প্যাদা আলতাফ প্যাদা সেন্টু, নেছার, সজল, ৫ লাখ টাকা চাঁদাদাবী করেন। অন্যথায় তাদেরকে মেরে ফেলার হুমকি দেন এবং আমাদের উপর হামলা করে এ সময় আমাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসে চাঁদাবাজদের গণধোলাইদের কয়েকজন পালিয়ে যায়। ওরা বিগত সরকারের সময় বিভিন্ন মানুষকে কাছ থেকে চাঁদা নিয়েছে। আমরা ওই চাঁদাবাজ ভূমিদস্য সন্ত্রাসীদের কঠিন বিচার চাই। তালতলী থানার ভারপ্রাপ্ত ওসি মো.শাহ জালাল বলেন,অমূল্য সরকার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।