তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ময়মনসিংহের ফুলপুরে ছাত্র জনতার ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের মেইনবাসস্ট্যান্ডে সংলগ্ন আঞ্জুমান মার্কেটে সামনে ১১ই মার্চ মঙ্গলবার দুপুরে এ মানববন্ধন করেন তারা। সারাদেশে একের পর ধর্ষণ, খুন ও নারী প্রতি সহিংসতা বেড়েই চলেছে তা বন্ধের প্রতিবাদে ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। কর্মসুচী সফল করতে সকাল সাড়ে ১০ টা থেকে স্কুল, কলেজসহ বিভিন্ন জায়গা থেকে ছাত্র ছাত্রী আসতে থাকেন মেইনবাসস্ট্যান্ডে। এরপর বের হয় এক প্রতিবাদ মিছিল।
মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদর্ক্ষিন করেন। এ সময় তাদের কন্ঠে উচ্চারিত হচ্ছিল তুমি কে আমি কে, আছিয়া আছিয়া। আমার বোনের কান্না, আর না আর না। দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় সহ বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন শহর। আরো বলেন মানববন্ধন থেকে ধর্ষণকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সকল মামলা অতি দ্রুত নিষ্পত্তিসহ ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানানো হয়। এছাড়াও এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সর্বস্তরের ছাত্র জনতার হাতে ‘ধর্ষকের ফাঁসি চাই, আইনের কঠোর প্রয়োগ চাই’, ‘সারা বাংলা খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘আমি আছিয়া হতে চাই না, ‘নারী নিপীড়ন বন্ধ করো’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড দেখা যায়। এ মানববন্ধনের নেতৃত্ব দেন রাহাত, সোহেল, মমিন, সোহাগ, দুই আল-আমিন সহ বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা।