তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১১ মার্চ মঙ্গলবার বিকালে ঐতিহাসিক পৌর আমুয়াকান্দা বাজারে বিভিন্ন কৃষিপণ্যের বীজ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় বিভিন্ন কৃষিপণ্যের মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রয় এবং নির্ধারিত মূল্যের অধিক মূল্যে বীজ বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ৪ টি মামলায় ৪ জন ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন । মোবাইল কোর্টের মাধ্যমে উনাদের এ অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এ সময় সাথে ছিলাম উপজেলা কৃষি অফিসার ফারুক আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু সহ স্থানীয় পুলিশ প্রশাসন প্রমূখ। উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা সবাইকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য আহ্বান জানান এবং ধার্য মূল্যের অধিক মূল্য না নেয়ার জন্য সতর্ক সহ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত আইন ২০১০) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ সম্পর্কে ব্যবসায়ীদের ধারণা দেন এবং নষ্টকৃত বীজ ধ্বংস করেন। এছাড়াও বলেন উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।