প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার এনআইডি ও জন্ম নিবন্ধনসহ নাগরিক নিবন্ধন সেবা তদারকির জন্য ‘সিভিল রেজিস্ট্রেশন কমিশন’ নামে একটি নতুন স্বাধীন সংস্থা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম চৌধুরী বলেন, `বার বার এই জাতীয় পরিচয়পত্র সেবা স্থানান্তরের চেষ্টা করা হয়েছে। এই সেবা অন্য কোন শাখায় স্থানান্তর করা হলে জাতীয় পরিচয়পত্রের নিরাপত্তা বিঘ্নিত হবে পাশাপাশি সাধারণ জনগণের হয়রানী বাড়বে।’
জেলা নির্বাচন কর্মকর্তারা মো. আব্দুর রশিদ জানান, `এনআইডি সেবা ইসি থেকে স্থানান্তরের পরিকল্পনা ঠেকাতে সারা দেশের ন্যায় তারা আন্দোলনে নেমেছেন। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এই কর্মবিরতির সময় ও দিন আরো বাড়তে পারে।