কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়ায় সারাদেশে ধর্ষন নারীর প্রতি সংহিসতা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলা কমপ্লেক্সের সামনে বেলা ১১টায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নেটওয়ার্কের উদ্যোগে শুক্রবার সকালে এই কর্মসূচী অনুষ্ঠিত হযেছে। এসভাও নেটওয়ার্কের নারী নেত্রী মাছুমা বেগমের সভাপতিত্বে এ কর্মসূচীতে এসভাও নেটওয়ার্কের সদস্যবৃন্দ, নারী সংগঠনের নেতৃবৃন্দ, যুব ফোরামের সদস্যবৃন্দ, শিশু ফোরামের সদস্যবৃন্দ, স্থানীয় সরকার প্রতিনিধি, এনজিও ও বিভিন্ন পেশা শ্রেনীর মানুষ অংশগ্রহন করে। মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে প্রতিনিয়ত নারী ধর্ষন, সংহিসতা ও নির্যাতনের মাত্রা ক্রমান্বয়ে বেড়ই চলেছে। সাম্প্রতিক কলাপাড়া উপজেলায়ও এই ঘটনার উপস্থিতি উপলব্ধি করা গেছে। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধ, বিচারহীনতার অপসংস্কৃতি বন্ধ এবং ন্যায় বিচারের দাবীতে অংশগ্রহনে সারাদেশ একযোগে নারীর প্রতি ধর্ষন ও নির্যাতনের প্রতিবাদে এবং ন্যায় বিচারের দাবী জানান। পাশাপাশি সারাদেশে নারী ধর্ষন, সংহিসতা ও নির্যাতনের বিচার দাবী করেন।