সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ- পটুয়াখালীর গলাচিপা থেকে চাঁদপুরগামী তরমুজবোঝাই একটি ট্রলারে ডাকাতদলের হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ মার্চ) গভীর রাতে বাউফলের ধূলিয়া এলাকায় তেঁতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে। হামলায় ট্রলারে থাকা ৮জন আহত হয়েছেন। এসময় সাহসিকতার সঙ্গে এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ট্রলারে থাকা ব্যবসায়ীরা। জানা গেছে, গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের চরশিবা এলাকা থেকে শুক্রবার (১৪ মার্চ) রাতে ৫ মালিকের ১০ হাজার পিস তরমুজ নিয়ে ট্রলারটি চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। রাত আড়াইটার দিকে ৭ সদস্যের সংঘবদ্ধ ডাকাতদল ট্রলারে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। ডাকাতদের হামলায় গুরুতর আহত হয়েছেন শহিদুল মাতবর (৫০), মেহেদী হাসান ও সেলিম মাঝি। তাদেরকে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আহতদেরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া আহত ফিরোজ মাতবর, বারেক মাতবর, ফরহাদ হোসেন, ফয়সাল ও হাবু পেশকারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ৮ জনের বাড়ি গলাচিপা উপজেলার চরশিবা গ্রামে। এদিকে, আটক ডাকাতকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, আটক ডাকাত বর্তমানে পুলিশের জিম্মায় চিকিৎসাধীন রয়েছে। ট্রলারটিতে থাকা তরমুজ নিরাপদ রয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে দ্রুত মালিকদের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে তরমুজবোঝাই ট্রলারটি ধূলিয়া লঞ্চঘাটে রয়েছে।
এদিকে, তরমুজ ব্যবসায়ীরা এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এবং নৌপথে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।