স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ শহরের খানপুর মেইনরোড এলাকার যুবলীগের ক্যাডার ফেনসিডিল ব্যবসায়ী কাইল্যা সুমনের কারণে এলাকার জনসাধারণ অতিষ্ঠ হয়ে উঠছে। মাদকের কারণে তরুন সমাজ ছিনতাই রাহাজানি ও চুরির মতো ঘটনা ঘটিয়েই যাচ্ছে। কিন্তু পুলিশ প্রশাসন নিরব থাকায় এলাকাবাসীর দিন কাটছে আতংকে ও শংকায়।
ছাত্র জনতা বৈষম্য বিরোধী মামলার আসামী শহর যুবলীগের দুর্ধর্ষ ক্যাডার সাজনুর অন্যতম সহযোগী খানপুরের মৃত নীল চানের ছেলে ফেনসিডিল ব্যবসায়ী কাইল্যা সুমন প্রকাশ্যেই স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠান সাদা মসজিদের আশে পাশে এখনো মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এলাকার মানুষ প্রতিবাদ করারও সাহস পাচ্ছেনা। কেউ প্রতিবাদ করলে তাকে নানা ভাবে হেনস্থা করা হয়। অভিযোগ রয়েছে পুলিশী অভিযানের নিস্ক্রিয়তায় সন্ত্রাসী সুমন মাদক ব্যবসার পাশাপাশি একের পর এক আকাম কুকাম করে যাচ্ছে।
মাদক মামলায় জেল খেটে আইনের ফাঁক ফোকরে জামিনে বেরিয়ে সংঘবদ্ধ হয়ে একটি মাদক সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন এলাকায় মাদক পৌছে দিচ্ছে এই কাইল্যা সুমন। বর্তমানে এলাকাবাসী এই কাইল্যা সুমনের কবল থেকে মুক্তি চায়। গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছে প্রশাসনের কাছে। তারপরও প্রশাসন নিরব থাকলে এলাকা নষ্ট হয়ে যাবে তখন এই দায়ভার কে নিবে? এই প্রশ্ন সকলের কাছে।