filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 51;
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত করে দেয়া হয়েছে। বুধবার বেলা বারোটায় পায়রা বন্দরের সার্ভিস জেটিতে কোষ্টগার্ডের বিসিজিএস অপরাজেয় বাংলা নামের জাহাজটি উমুক্ত করা হয়। এসময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ এ জাহজটি দেখতে আসেন। পরে জাহাজটি সম্পর্কে ক্ষুদে শিক্ষার্থী এবং সাধারণ মানুষের কৌতূহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন কোস্টগার্ডের দায়িত্বশীল কর্মকর্তারা।

জাহাজের গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকাণ্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল সম্পর্কে জানতে পেরে উচ্ছ্বসিত হন দর্শনার্থীরা। বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ পটুয়াখালীর ৭ম শ্রেণির শিক্ষার্থী নাবিল আহমেদ বলেন, আজকে কোষ্টগার্ডের এই অনুষ্ঠানে এসে জাহাজ সম্পর্কে জেনেছি। এছাড়া শত্রুর মোকাবিলা করার পদ্ধতি সহ সকল বিষয় জানতে পেরে খুবই আনন্দ পেয়েছি। দর্শনার্থী মজিবর রহমান বলেন, বাচ্চাদের নিয়ে এসেছি জাহাজ এবং জাহাজের বিভিন্ন কৌশল দেখে তারা অনেক আনন্দ পেয়েছে। কতৃপক্ষের কোন কর্মকর্তা বক্তব্য দিতে রাজি না হওয়ায় বক্তব্য পাওয়া যায়নি।