মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান হামলার প্রতিবাদে মাগুরা শ্রীপুর উপজেলা দিয়ে অর্ধলক্ষ মানুষের বিক্ষোভ মিছিল ও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান হামলার প্রতিবাদে সারা দেশে ব্যাপক সংখ্যক লোক বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করে। সোমবার (৭ এপ্রিল) সকাল ১১:৩০ ঘটিকা থেকে এ প্রতিবাদ বিক্ষোভ মিছিল শুরু হয়। শ্রীপুর উপজেলা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক বিক্ষোভ মিছিল বের করেন। শ্রীপুর উপজেলা মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ করে কর্মসূচি শেষ হয়। অপর দিকে এককি সময় শ্রীপুর সকল ছাত্র মিলে সর্বস্তরের মুসলমান এক বিশাল মিছিল নিয়ে মোড়ে মোড়ে প্রতিবাদ সমাবেশ করে কর্মসূচী শেষ হয়। শ্রীপুর বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রতিবাদ সমাবেশে একত্রিত হয়। এতে করে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ঘন্টাব্যাপী যানচলাচল বন্ধ থাকার কারণে সড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে।