বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গ,দলের নীতি-আদর্শ ও সংগঠন পরিপন্থি নানা বিতর্কিত কর্মকাণ্ডেরপর বিলুপ্ত ঘোষনা করা হয়েছে পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের কমিটি। মঙ্গলবার (৮ এপ্রিল) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ওই সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সম্প্রতি বাউফল উপজেলা যুবদল শীর্ষ পর্যায়ে নেতাদের নানা বিতর্কিত কর্মকান্ড নিয়ে বিভিন্ন পত্রিকার সংবাদ প্রকাশ পায়। এ কারনে বিব্রত ছিল দলের হাই কমান্ড। তাই উপজেলা যুবদলের কমিটির সকল পর্যায়ে বিলুপ্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দলের একাধিক সুত্র।