ইয়াহিয়া খান, সিরাজগঞ্জ প্রতিনিধি: গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও উপর্যপুরি বিমান হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের এনায়েতপুরের তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) এনায়েতপুর হাট জামে মসজিদের সামনে হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেজির মোর এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, নিরস্ত্র নিরীহ ফিলিস্তিনিদের উপর দখলবাজ ইজরাইলি বাহিনীর বর্বরতা বন্ধে জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এবং বিশ্বের সকল মানবাধিকার সংস্থা গুলোকে একযোগে বিশ্ব-মানবতা রক্ষার আহ্বান জানান।
সমাবেশে থেকে একযোগে ইজরাইল ও এদের বন্ধু দেশের সকল পন্য বর্জনের আহ্বান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা সভাপতি শেখ মো : আইয়ুব আলী, শ্রমিকনেতা সোলায়মান হোসেন, মাওলানা রেজাউল করিম, মোঃ ইছাহাক হোসেন রুবেল ,মোঃ হারুন বেপারী, খতিব মাওলানা গোলাম আজম ইউসুফী, খতিব মাওলানা রফিকুল ইসলাম, আলহাজ্ব আব্দুল হাকিম মীর, খতিব মাওলানা মোহাম্মদ আলী, ছাত্রনেতা ফয়সাল খোন্দকার, শেখ ফরিদ প্রমুখ।