শামীম আহমদ তালুকদার, সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মরহুম হুমায়ুন কবির স্যার ও প্রয়াত শিক্ষকদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে দিনব্যাপি বিদ্যালয় মাঠে সাবেক ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালিন ছাত্র ও প্রবীন মুরব্বি অ্যাডভোকেট আবুল কালাম এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক ও সাবেক ছাত্র আতাউর রহমানর এর সঞ্চালানয় শুভেচ্ছা বক্তব্য রাখেন, আয়োজক কমিটির আহবায়ক, সাবেক ছাত্র এনামুল হক রুবেল।
বক্তব্য রাখেন, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক আজহার আলী, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল চক্রবর্তী, সাবেক শিক্ষার্থী সালেহা বেগম, সুধাংশু শেখর দত্ত, আশিকুর রহমান, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম আল মাদানী, বর্তমান অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ আবদুস ছোবহান, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ এর সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহি উদ্দিন, নতূন বাজার বহুমুখী হাইস্কলি এন্ড কলেজ (ধারন) এর অবসরপ্রাপ্ত সাবেক শিক্ষক মৌলানা জালাল উদ্দিন, মরহুম হুমায়ুন কবির স্যার এর সহধর্মিণী নাসিমা আক্তার, সাবেক ছাত্র ফারুক আহমদ, নজরুল ইসলাম, ফরিদ উদ্দিন, আবুল লেইচ কাহার, আমিনুল ইমলাম বকুল,
শাহজাহান আহমদ, মছব্বির আহমদ, দিলোয়ার হোসেন শাহীন, জামাল আহমদ, খলিলুর রহমান, ফখর উদ্দিন, পঙ্কজ দত্ত, নজির আহমদ, আশফাকুর রহমান, জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট তাওহীদ আহমদ, বিপ্লব কান্তি দাস, আব্দুস সামাদ, আলমঙ্গীর হোসেন, রাকিবুল হাসান, জুয়েল আহমদ, এনামুল হক, রেদওয়ান আহমদ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের পক্ষে সহকারী প্রধান শিক্ষক ফজলুল করিম বকুল, বর্তমান ছাত্র-ছাত্রীদের পক্ষে তাবাসসুম জান্নাত।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাসহ এলাকার সামাজিক, রাজনৈতিক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।সভায় বিদ্যালয়ের প্রয়াত শিক্ষকদের স্মরণে স্মরণগাঁথা নামক একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।পাশাপাশি হুমায়ুন কবিরসহ প্রয়াত সকল শিক্ষক পরিবারকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। শেষে মোনাজাত পরিচালনা করেন গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ আবদুস ছোবহান।