মোঃ পন্ডিত হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে ধর্মবর্ণ নির্বিশেষে রাজনৈতিক, সামাজিক, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সহ সাধারণ মানুষের অংশগ্রহনে প্রাচীন বাংলার ঐতিহ্য ধরে রাখতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ এর আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে । গত সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় চাষাড়া গোল চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়, যা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ করে। এই প্রথম নারায়ণগঞ্জে জাঁকজমকপূর্ণ ভাবে গ্রাম বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়েছে। শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় মূল পর্ব। এরপর দেশাত্মবোধক গান, নাচ, বানর খেলা, পুতুল নাচ, জাদু প্রদর্শন করেন আগত শিল্পিরা।
এসময় মন্ত্রমুগ্ধের মত নাচ, গান, খেলা উপভোগ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, মহানগর বিএনপির নেতৃবৃন্দ সহ অন্যান্য কর্মকর্তা ও উপস্থিত দর্শকবৃন্দ। র্যালী শুরুর পূর্বে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার দিয়ে নিরাপত্তার চাঁদরে ঢাকা হয় নারায়ণগঞ্জ শহরকে। জেলা প্রশাসনের পহেলা বৈশাখের এমন উদ্যোগ নববর্ষ বরণের আনন্দ আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে বলে জানায় মেলায় স্টল নিয়ে বসা দোকানিরা। বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত লোকজন জানান, নারায়ণগঞ্জে এই প্রথম এমন জমকালো ভাবে পহেলা বৈশাখ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, র্যাব-১১’র অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড,. সাখাওয়াত হোসেন খাঁন, সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু সহ অন্যান্য কর্মকর্তাগণ ও নেতৃবৃন্দ।