মোঃ পন্ডিত হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪-এ নারায়ণগঞ্জ জেলার শহীদদের পরিবারের প্রতি সম্মান ও সহায়তা প্রদানের লক্ষ্যে আজ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শহীদ ২০ জন বীর পরিবারের প্রত্যেককে ২ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি শহীদ পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ”যে মা তার সন্তান হারিয়েছে, যে বোন তার ভাই হারিয়েছে, আমাদের কোনো আয়োজনেই তাদের ক্ষতিপূরণ করা সম্ভব নয়। তবে তাদের প্রিয়জনেরা যে স্বপ্ন নিয়ে আন্দোলন করেছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করলেই কেবল তাদের ত্যাগ সার্থক হবে।
” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক ড. মোঃ মনিরুজ্জামান, সিভিল সার্জন এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহীম হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপদেষ্টা মাওলানা মোঃ মঈনুদ্দিন আহমদ, বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নিরব রয়হান, ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ এবং গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন।
শহীদ পরিবারের সদস্যরা এই সহায়তার জন্য সরকার ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের আদর্শ বাস্তবায়নের শপথ নেওয়া হয়। এই আয়োজনের মাধ্যমে শহীদদের প্রতি জাতির গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করা হয়েছে। তাদের সংগ্রাম ও ত্যাগ দেশের অগ্রযাত্রায় প্রেরণা হিসেবে কাজ করবে বলে সকলেই মত প্রকাশ করেন।