নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে ৬ দফা দাবিতে সড়ক অবরোধ করে পলিটেকনিকের শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর ঝুমুর চত্ত্বর এলাকায় ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এ আন্দোলন কর্মসূচি পালন করেন তারা। এতে দূরপাল্লাগামী যাত্রী ও মালবাহীসহ ছোট বড় বিপুল পরিমান যানবাহনের তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুই ঘন্টা ধরে ভোগান্তিতে পড়ে চলাচলকারীরা। এদিকে অবরোধ তুলে নিয়ে যানজট নিরশন করতে অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হকের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দীর্ঘসময় ধরে চেষ্টা চালায়। পরে সেনাবাহিনী সদস্যরা অবরোধ স্থলে এসে বিক্ষোভকারীদের সাথে আলোচনায় বসে।
এসময় বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি মো. রিদয়, আব্দুর রহমান, নওশীন আবির নিভীর ও সহ প্রতিনিধি রবিউল বকশি প্রমুখ। বিক্ষোভ কর্মসূচিতে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কতৃর্ক বাতিলসহ ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করাসহ ৬ টি দাবি জানায় শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, কারিগরি শিক্ষা সেক্টর সংস্কারের উদ্দেশ্যেই আমাদের আন্দোলন। এর বাইরে আমাদের অন্য কোন উদ্দেশ্য নেই।
লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভে বিশৃঙ্খলার চেষ্টায় বাস চালককে আটক করার চেষ্টা করিলে চালক শ্রমিকদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়।পরে সেনাবাহিনী গাড়ির চালককে ছেড়ে দিয়ে চালকদের সাথে আলোচনা গাড়ি চলাচল স্বাভাবিক হয়ে পড়ে।