সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার, বর্তমানে বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার হিসেবে কর্মরত অবস্থায় মাহবুব আলম বাপ্পি শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টা ৩৫ মিনিটে গলাচিপা শহরের কালী বাড়ি রোডে নিজ বাসভবনে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ^াস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৪৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবসহ অনেক শুভাকাঙ্খী রেখে গেছেন।
মাহবুব আলম বাপ্পি পটুয়াখালীর লাউকাঠী ইউনিয়নের দরিতালু গ্রামের আব্দুর রব মাষ্টারের ছেলে এবং গলাচিপা শহরের কালী বাড়ি রোডের নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো. সৈয়দ মিয়ার জামাতা। তিন ভাই-বোনের মধ্যে মাহবুব আলম বাপ্পি ছিলেন বড়। তার অকাল মৃত্যুতে বিভিন্ন মহল গভির শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। শনিবার বাদ আসর গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। বাদ এশা দরিতালু নিজ গ্রামের বাড়ি দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে বাবার পাশে তাকে দাফন করা হবে বলে পারিবারিকসূত্রে জানা গেছে।