1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সুনামগঞ্জে হযরত ডংকাশাহ (রহ:) এর মাজার পুনরায় স্থাপন ও ভাংচুরকারীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন - শিক্ষা তথ্য
বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মতলব উত্তরে গৃহবধূকে পিটিয়ে গুরুতর আহত, লুটপাটের অভিযোগ বরগুনায় বন্ড ফ্যাশনের ২৫তম শোরুম উদ্বোধন সাংবাদিক নেয়ামত উল্লাহ এনসিসি’র নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা কমিটি’র সদস্য মনোনীত পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও প্রতিষ্ঠালাভ করা যায়-দিদারুল আলম  কলাপাড়া পৌর ওলামা দলের কর্মী সভা নাচোলে আম জনগণ পার্টির উপজেলা কার্যালয়ের উদ্বোধন ও ভোলাহাট কার্যালয় পরিদর্শন নারায়ণগঞ্জে আগামীকাল কোকো আন্তর্জাতিক দাবা শুরু রূপগঞ্জে গ্যাসের চার শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন রূপগঞ্জে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি  হাসান আলীর সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ২৯ আগস্ট জুমাবার হযরত আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরীর নেতৃত্বে পটিয়া জশনে জুলুস সফল করার আহবান

সুনামগঞ্জে হযরত ডংকাশাহ (রহ:) এর মাজার পুনরায় স্থাপন ও ভাংচুরকারীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৯২ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে শহর কুতুব হযরত ডংকা শাহ (রহ:) এর মাজার ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন সম্পন্ন হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১২ টায় সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ডংকা শাহ মাজার কমিটি ও ভক্তবৃন্দের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুর্প্রীম পার্টির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। ডংকা শাহ মোকাম পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এনামুল হক এনামের সভাপতিত্বে ও মোকাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আইনজীবী সহকারী মোঃ হুমায়ূন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠিত জনাকীর্ণ সংবাদ সম্মেলন পরবর্তী আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সুর্প্রীম পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল ফজল মোঃ মসউদ,মাওলানা জিয়াউল হক মইনপুরী,মুফতি শমসের আলী,হযরত শাহ আরেফিন (রহ:) ৭ মোকামের খাদেম মোঃ ফয়জুর রহমান,হযরত শাহ কামাল (রহ:) মোকামের খাদেম ইছাক আলী শাহ,

রঙ্গারচর রংপুরস্থ হযরত শাহ আরেফিন (রহ:) মোকামের খাদেম জাকির হোসেন,হযরত ডংকা শাহ মোকাম কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক যীশু দাস,নেছার আহমদ শফিক,অর্থ সম্পাদক খাদেম আছদ আলী চিশতি,প্রচার সম্পাদক মোঃ রাজু আহমদ,সহ প্রচার সম্পাদক মোঃ আব্দুল কাইয়ূম,প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুর রশিদের পুত্র ও দাতা সদস্য মোঃ আব্দুল গাফফার,মোঃ তারেক মিয়া,মোঃ বাবলু মিয়া,মোঃ গোলাম মোস্তফা,ব্রজলাল বিশ্বাস,হোসেন মিয়া ও সুমন মিয়া প্রমুখ। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন,গত ৫ ফেব্রুয়ারি বুধবার রাত ১২টা হতে সকাল ৯টা পর্যন্ত একদল দূর্বৃত্ত পৌর এলাকার ষোলঘর মৌজার ২নং এস.এ খতিয়ানের ১৫৯ নং দাগভূক্ত ২ শতক জায়গার উপর ১৯৮০ ইং সনে তৎকালীন মহকুমা এসডিও কর্তৃক পূর্বানুমতিপ্রাপ্ত ও পৌরসভার সাবেক মেয়র নাদের বখতসহ বিভিন্ন ব্যক্তির দানকৃত টাকায় পূন:স্থাপিত হযরত ডংকা শাহ (রহ:) এর মাজারটি ভাংচুর করে।

ভাংচুরকারীরা মোকাম ঘরের ঢেউটিন,ইট,হেঙ্গেল,রড,সিমেন্ট,বালুপাথর,ক্যাসিগেট,টাইলসসহ বিভিন্ন মালামাল এবং পবিত্র কোরআন শরীফ,জায়নামাজ ও ধর্মীয় হাদিসগ্রন্থ ইত্যাদিসহ প্রায় ৫ লক্ষ টাকার ব্যাপক ক্ষতিসাধন করে। এ ঘটনায় গত ২৪ ফেব্রুয়ারি ৪ চিহ্নিত সন্ত্রাসী ছাড়াও অজ্ঞাত আরো ৩৫ জনের বিরুদ্ধে বিজ্ঞ আমল গ্রহনকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সদর জোনে বাংলাদেশ দন্ডবিধি আইনের ৪৪৭/৪৪৮/৪২৭/৩৭৯/৫০৬ ও ৩৪ ধারায় সিআর ১৬৬/২০২৫ নং মামলা দায়ের করা হয়। বিজ্ঞ আদালতের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের এসআই সাব্বির আহমদ মামলাটির তদন্ত করছেন।

এছাড়াও ইতিপূর্বে মাজার ভাংচুর ও লুটতরাজকারীদের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেট এর কাছে অভিযোগ দায়ের করলে ২০২৪ইং সনের ২৩ অক্টোবর সহকারী কমিশনার মোঃ রৌশন আহমেদ জেলা পুলিশ সুপারকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। সর্বশেষ গত ২৯ এপ্রিল একই চক্রের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু বারংবার হযরত ডংকা শাহ (রহ:) এর মাজার ভাংচুর করলেও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন না করায় সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে আমাদেরকে খুন করার হুমকী দিচ্ছে। বক্তারা হযরত ডংকাশাহ (রহ:) এর মাজার পুনরায় স্থাপন এবং মাজার ভাংচুরকারীদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রধান উপদেষ্টা ও ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টার কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি