পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়া পৌর সদর প্রেসক্লাব সংলগ্ন মহাসড়কে মেসার্স চন্দ ষ্টোর নামীয় একটি মুদির দোকান দুর্ধর্ষ চুরি হয়েছে । চুরের দল গত ৩০ এপ্রিল বুধবার দিবাগত ভোর রাতে দোকানের পিছনে কাঁঠাল গাছ বেয়ে দোকানের টিন কেটে দোকানের ভিতরে প্রবেশ করে ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা, বিভিন্ন পন্য দুধ, তৈল,মসল্লাসহ আরোও অনন্য মুল্যবান পন্য চুরি করে নিয়ে যায়।
চন্দ কুমার জানান, চুরের দল তার নগদ টাকা বিভিন্ন পন্য সহ আনুমানিক ৫০/৬০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। দোকানের জমিদার মো: ফোরকান এ বিষয়টি পটিয়া আদালত- খাসমহল সড়ক ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মুহাম্মদ হারুনুর রশিদ সহ স্থানীয় মান্যগন্য ব্যাক্তিবর্গকে অবহিত করেছেন। এছাড়াও ঐদিন রাতে পৌর সদরে একাধিক চুরি ঘটনা ঘটে বলে ভুক্তভোগী সুএে জানাগেছে।