মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে শিক্ষক কর্তৃক 4র্থ শ্রেণীর ছাত্রীর শ্রীলতাহানী। থানায় মামলা দায়ের। ঘটনাটি ঘটেছে গত 30 এপ্রিল উপজেলার নোহাটা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মামলার বিবরনে প্রকাশ উপজেলার নোহাটা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান টিটো (45) ঘটনার দিন তার বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর জনৈক ছাত্রী (রিমি খাতুন (11) কে বিদ্যালয়ের নির্জন স্থানে নিয়ে গিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় ও চুমু খায়।
ঘটনাটি ছাত্রী বাড়ী গিয়ে অভিভাবকদের জানালে ছাত্রীর চাচা রেজাউল মৃধা উক্ত শিক্ষকের বিরুদ্ধে শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের 10 ধারায় একটি মামলা দায়ের করেছে যার নং 03 তারিখ -02/05/2025। এবিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলীর সঙ্গে কথা বললে তিনি জানান মামলাটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।