মোঃ পন্ডিত হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ কাশিপুর দক্ষিণ মধ্য নরসিংপুর নোমানের ফেসইবুক আইডিতে ফেইক আইডি দিয়ে অপপ্রচার চালাচ্ছে রোমান নামে এক ব্যাক্তি। এ ব্যাপারে বাদী নোমান ফতুল্লা থানায় অভিযোগ করেছে বলে জানা যায়। অভিযোগ সুএে জানা কে বা কাহারা আমার(নোমান) ব্যবহৃত ফেইসবুক একাউন্ট Noman Roman হইতে আমার ছবি ডাউনলোড করিয়া ফেইক ফেইসবুক একাউন্ট Roman Roman খুলিয়া লোকজনের ছবি অশ্লীল ভাবে এডিট করিয়া আমার মান সম্মান ক্ষুন্ন সহ আমার নামে বানোয়াট মিথ্যা ও কু-রুচিপূর্ণ কথাবার্তা বলিয়া আমার সহিত এলাকার লোকজনের মধ্যে ঝগড়া সৃষ্টি চেষ্টা ও অপচেষ্টা করিতেছে।
অজ্ঞাত নামা বিবাদীর এরূপ কর্মকাণ্ডে এলাকায় জনসম্মুখে আমি মান সম্মান হীনতায় ভুগিতেছি বিধায় কোন উপায়ান্তর না পাইয়া ঘটনার বিস্তারিত এলাকার গণ্যমান্য লোকজনের সহিত আলোচনা করিয়া অভিযোগ দায়ের করতে বিনম্র হইল।অতএব উপরোক্ত বিষয়টি তদন্ত সাপেক্ষে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হইল। নিবেদক মোঃ নোমান।সাং দক্ষিণ মধ্য রসুলপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।