নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী অন্তবর্তী সরকারের প্রতি আহবান জানিয়ে বলেছেন, যদি সত্যিই স্বৈরাচারের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিতে চান, তাহলে আওয়ামী লীগের মত শুধু একটি নয়, তেইশটির নিবন্ধন বাতিল করুন। কেননা, ফ্যাসিজম প্রতিষ্ঠার সাথে ষোলো বছরে নিবন্ধিত ২৩ টি রাজনৈতিক প্লাটফর্মেরই দায় আছে। ৫ মে সকালে তোপখানা রোডস্থ কার্যালয়ে ঢাকা মহানগর নতুনধারা আয়োজিত ‘২৩ দলের দায় এবং নিবন্ধন বাতিল’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ৫ আগস্ট থেকে দফায় দফায় আপনারা অনেক খেলা খেলেছেন, কখনো হাইকোর্টে রিট করেছেন, কখনো আন্দোলন করেছেন আবার কখনো রাস্তা-ঘাট বন্ধ করে ফ্যাসিস্ট সরকারের শাহবাগীদের মত করে মানুষকে কষ্ট দিচ্ছেন।
এগুলো না করে, এই বিষয়টিকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার না করে আওয়ামী লীগসহ ২৩ দলের নিবন্ধন বাতিল করার যৌক্তিক পদক্ষেপ নিন। ঢাকা মহানগর উত্তর এনডিবির যুগ্ম আহবায়ক অরবিন্দ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান. সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য আফতাব মন্ডল, বাংলাদেশ প্রেস ইউনিটির সদস্য বিমল সাহা, হরিদাস সরকার প্রমুখ।
নতুনধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে ফ্যাসিজম প্রতিষ্ঠার নেপথ্যে ২৩ টি দলের ভূমিকা থাকায় সবগুলোর নিবন্ধন বাতিলের দাবিতে ইতমধ্যে নির্বাচন কমিশনে স্বারকলিপি প্রদান করা হয়েছে বলেও নেতৃবৃন্দ উল্লেখ করে বলেন, কোনো এক অজানা কারণে যেমন হামিদ সাহেব সেইফ এক্সিট পাচ্ছেন, আবার আইভি গ্রেফতার হচ্ছেন, ঠিক সেই একই অজানা কারণে ঠান্ডা পানি ছিটিয়ে ঠান্ডা করে আন্ডাভাজা-বিরিয়ানি দিয়ে গরম গরম আন্দোলনের মধ্য দিয়ে শাহবাগী ফ্যাসিজমকে প্রতিষ্ঠা করা হচ্ছে। এতে বাংলাদেশ শুধু ক্ষতিগ্রস্থই হচ্ছে না, বিশ্বের বুকে হাসির রাষ্ট্রে পরিণত হচ্ছে। যা কোনোভাবেই একজন নোবেল বিজয়ীর পরিচালিত রাষ্ট্রে প্রত্যাশিত নয়।
মোমিন মেহেদী এসময় আরো বলেন, আমরা স্পষ্ট করতে চাই- মঞ্চ- মোর্চা-মহাজোট বা যুগপৎ-এর আন্দোলনে বিশ্বাসী নয় নতুনধারা বাংলাদেশ এনডিবি। যে কারণে যেখানে সেখানে, যার তার সাথে গিয়ে আমরা রাজনৈতিক কথা বলতে পারি না। নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরের মত আজ ও আগামীতেও আলাদাভাবে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের কথা বলবে। আর একারণেই ফ্যাসিস্ট আমলে নিবন্ধিতসহ মোট ২৩ টির নিবন্ধন বাতিলের জোর দাবিতে রাজপথে থাকার ঘোষণা দিচ্ছি।