বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর পূর্বশত্রুতার জের ধরে মাসুম নামে এক যুবককে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। রবিবার ১১ মে দুপুরে বন্দর উপজেলার রুস্তমপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাসুম মিয়া কলাগাছিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রুস্তমপুর এলাকার নিজাম উদ্দিনের ছেলে। গুরুতর আহত মাসুমকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এই ঘটনায় আহত মাসুম বাদী হয়ে আরিফের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব হইতে ছোট খাটো বিষয়াদীকে কেন্দ্র করিয়া বিরোধ চলছে।
এরই ধারাবাহিকতায় ১১ মে দুপুরে বন্দর থানাধীন রুস্তমপুর সাকিনস্থ আমার বাড়ীর পাশে ছোট ব্রীজে অবস্থানকালে আমার বাবার সহিত পারিবারিক বিষয়াদী নিয়ে আমার তর্কাতর্কি হয়। বিবাদী পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের বসত বাড়ীতে আসিয়া আমাকে উদ্দেশ্যে করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমি বিবাদীকে গালিগালাজ করিতে নিষেধ করিলে বিবাদী ক্ষিপ্ত হইয়া আমাকে এলোপাথারী কিল ঘুষি ও লাথি মারিয়া শরীরের বিভিন্নস্থানে নিলাফুলা জখম করে। একপর্যায়ে বিবাদী একটি বাঁশ আনিয়া আমাকে হত্যার উদ্দেশ্যে আমার মাথা বরাবর বারি মারিলে আমি বাম হাত দিয়ে বারি ফিরাতে গেলে উক্ত বারি লাগিয়া আমার বাম হাতের কবজীতে রক্তাক্ত জখম করে।
আমি মাটিতে পড়িয়া গেলে বিবাদী আমার ডান হাতে, পিঠে এবং পায়ে বাঁশ দিয়ে পিটিয়ে নীলাফোলা জখম করে। বিবাদী আমার সাথে অপ্পো ব্যান্ডের এ-৭৪ মোবাইলটি নিয়ে আছাড় মেরে ভেঙ্গে ফেলে এবং নগদ ৫,০০০/- টাকা সহ মানিব্যাগ জোড় পূর্বক নিয়ে যায়। আমাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদী আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রান নাশের হুমকি প্রদান করিয়া ঘটনাস্থল হইতে চলিয়া যায়। উপস্থিত লোকজন আমাকে উদ্ধার করিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বন্দর, নারায়ণগঞ্জ নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আমাদের চিকিৎসা প্রদান করেন।
বিবাদী আইন অমান্যকারী খারাপ প্রকৃতির লোক। বিবাদীর দ্বারা আমার এবং আমার পরিবারের বড় ধরনের ক্ষতি হওয়ার আশংকা রহিয়াছে। চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় ও ঘটনার বিষয়ে আমার এলাকার গন্যমান্য ব্যক্তিদের সহিত আলাপ আলোচনা করিয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল।