সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় ১০ শয্যা মা ও শিশু হাসপাতালে সার্বক্ষণিক সেবা কার্যক্রম চালু ও এম. বি. বি. এস ডাক্তার দ্বারা পরিচালনার দাবিতে সর্বস্তরের জনগণ মানববন্ধন করেছে। সোমবার সকাল ১০টায় শহরের বালুর মাঠে অবস্থিত হাসপাতালের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। হাসপাতালের কার্যক্রম শুরুর পর থেকেই লোকবল ও এম. বি. বি. এস ডাক্তারের অভাবে উপজেলার মা ও শিশুরা কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে।
সরকার যে উদ্দেশ্যে হাসপাতালটি নির্মাণ করেছিল তা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। মা ও শিশুর স্বাস্থ্য সেবা নিশ্চিতে জরুরি ভিত্তিতে হাসপাতালে প্রয়োজনীয় লোকবল ও এম. বি. বি. এস ডাক্তার নিয়োগ করে হাসপাতালে সার্বক্ষণিক সেবা কার্যক্রম চালুর জন্য সর্বস্তরের জনগণ মানববন্ধন করতে বাধ্য হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্র শাহ জুবায়ের আব্দুল্লাহ, পটুয়াখালী সরকারি কলেজের ছাত্র মাহমুদুল হাসান রুবেল প্রমুখ।