স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এক কলেজছাত্রীর।নিহতের নাম আফসানা আক্তার, বয়স মাত্র ১৯ বছর।তিনি নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী ছিলেন। স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে বন্ধুদের সঙ্গে বাইকে ঘুরতে বের হন আফসানা।কেওঢালা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান তিনি।এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বাইকটিকে চাপা দিলে গুরুতর আহত হন আফসানা এবং তার এক বন্ধু।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফসানাকে মৃত ঘোষণা করেন।আহত তরুণের পরিচয় জানা না গেলেও তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।তোলারাম কলেজের শিক্ষার্থীদের মধ্যেও দেখা গেছে শোক ও ক্ষোভ।তারা সড়ক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।