বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয়েছে । নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার বন্দর থানা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন বন্দর উপজেলার আওতাধীন ইস্টাউন আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ শিশির নিয়াজ এর নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস বন্দর উপজেলার ম্যানেজার প্রকৌশলী মোঃ জাহিন আমীর খাঁন, বন্দর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম, এসআই সাখাওয়াত হোসেন টিপু, ইদ্রিস, প্রকৌশলী শাহ্-আলম রনিসহ তিতাস কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা ও বন্দর থানা পুলিশ।
অভিযানে আনুমানিক ৩০০ আবাসিক চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে প্রায় ২২০০ ফুট পাইপ ও ২টি ইন্ডাস্ট্রিয়াল রেগুলেটর জব্দ করা হয়েছে এবং ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।