শেখ মানিক, নরসিংদী, প্রতিনিধি: ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্য নিয়ে নরসিংদীর শিবপুরে ৩ দিন ব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক জনসচেতনতামূলক সভা। রবিবার ২৫ মে সকাল ১১ টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে, ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়।
শিবপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহ. আব্দুর রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান, শিবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমূখ।
এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ভূমি মালিকদের খারিজ, নামজারি বিষয়ে গণশুনানি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। বিগত সময়ের চেয়ে ভূমি সেবা বহুগুণে আধুনিক হয়েছে। ফলে সাধারণ মানুষকে ভূমি সেবা পেতে এখন আর বিড়ম্বনায় পড়তে হচ্ছে না। ৩ দিন ব্যাপী এই মেলায় আরো বেশি উন্নত সেবার প্রত্যয় ব্যক্ত করা হয়।