তালতলী (বরগুনা) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তালতলী সরকারি কলেজ শাখার কমিটি গঠন করা হয়েছে। ছাত্রদলের বরগুনা জেলা শাখার সভাপতি ফায়জুল মালেক সজিব, সাধারণত সম্পাদক নুরুল ইসলাম রনি, স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে মেহেদী হাসানকে সভাপতি এবং মাহাদিকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান, তথ্য সম্পাদক মোহাম্মদ নাসির, প্রচার সম্পাদক মোঃ মিরাজ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ছগির,সাতটি বিষয়ক সম্পাদক মিম, সমাজসেবা সম্পাদক সুমাইয়া কাজী।
কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই তালতলী সরকারি কলেজ এলাকা ও আশপাশে ছাত্রদল কর্মীদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। আনন্দ মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা করে কর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে কলেজ গেট, উজ্জ্বল চত্বরসহ পুরো এলাকা। অনেকেই ফুলের তোড়া নিয়ে নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানান।
ছাত্রদল নেতারা জানান, নতুন এই কমিটি কলেজে গণতান্ত্রিক চর্চা ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করবে। জেলা কমিটি বিজ্ঞপ্তিতে আরও জানায়, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দিতে হবে।